বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের ঘটনায় বরিশালের বিচারক আলী হোসেনকে প্রত্যাহারের সুপারিশ সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে এ সুপারিশ পাঠানো হয়। এর আগে সোমবার (২৪ জুলাই) বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান ও বরগুনার জেলা প্রশাসক মো.বশিরুল আলমকে প্রত্যাহার করেছে করে নেয়া হয়। ঘটনার তদন্তে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী ২৫ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দিতে দেওয়ার কথা বলা হয়েছে। সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ বখা জানান। এর আগে ইউএনও তারিক সালমানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগের প্রমাণ পাওয়া যায় নি বলে দাবি করেছেন মন্ত্রীপরিষদ সচিব।