শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন হলেন স্লোন স্টেফেন্স
প্রকাশ: ১০:৫৫ am ১০-০৯-২০১৭ হালনাগাদ: ১০:৫৭ am ১০-০৯-২০১৭
 
 
 


ম্যাডিসন কিসকে হারিয়ে ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন হলেন স্লোন স্টেফেন্স। শনিবার (০৯ সেপ্টেম্বর) রাতে ফ্ল্যাশিং মিডোয় অল-আমেরিকান ফাইনালে মুখোমুখি হন এই দুই বাল্যবন্ধু প্রতিযোগী। র‌্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর তারকা স্টেফানস ১৫ নম্বর র‌্যাঙ্কিংধারী কিসকে ৬-৩, ৬-০ গেমে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জেতেন। দুজনেরই এটাই প্রথম গ্র্যান্ডস্লাম ফাইনাল ছিল। ইউএস ওপেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে দারুণ এক রেকর্ড গড়লেন স্টেফেন্স। উন্মুক্ত যুগে মাত্র পঞ্চম অবাছাই নারী খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্লামের শিরোপা জিতলেন এই আমেরিকান তারকা। স্টেফেন্স ও কিস দুজনই ছোটবেলার বন্ধু। স্টেফানসের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর দুজন দুজনকে জড়িয়ে ধরেন। ফাইনালে দুর্দান্ত জয়ের পর দর্শকসারিতে থাকা মাকে আলিঙ্গন করেন ইউএস ওপেনের নতুন চ্যাম্পিয়ন।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT