ইসলামিক সলিডারিটি গেমসে আবারও সুখবর আনলো বাংলাদেশ। এবার ১০ মিটার এয়ার রাইফেলে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ দল।
সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী ছিলেন আবদুল্লাহেল বাকী ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি। এমন অর্জনের পর অবশ্য নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন বাকী, `সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
আগের দিন অবশ্য শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপা জেতেন বাংলাদেশের রাব্বী হাসান। এদিন অবশ্য নিষ্প্রভই ছিলেন বাকী।