শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
একদিন বিরতি দিয়ে ফের মাঠে গড়াতে যাচ্ছে খেলা
প্রকাশ: ১২:০২ pm ২৭-১১-২০১৭ হালনাগাদ: ১২:০৭ pm ২৭-১১-২০১৭
 
 
 


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একদিন বিরতি দিয়ে সোমবার (২৭ নভেম্বর) থেকে ফের মাঠে গড়াতে যাচ্ছে খেলা। এদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে। দুপুরে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বেলা ১টায়। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টার মাঠে নামবে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। পয়েন্ট টেবিলে ঢাকা ও চিটাগংয়ের দুই রকম চিত্র। ৮ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে ঢাকা যেখানে সাত দলের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে, সেখানে চিটাগং সবার থেকে পিছিয়ে থাকা দল। ৮ ম্যাচে যাদের সাকুল্যে জয় মাত্র ২টিতে, একটি ম্যাচে বৃষ্টির আনুকল্য নিয়ে সবমিলে পয়েন্ট ৫। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা জিতেছে ৮ ম্যাচের ৪টিতে। একটি ম্যাচ তাদের বৃষ্টিতে ভেসে যাওয়ায় পয়েন্ট ভাগাভগি করতে হয়। চট্টগ্রাম হোম গ্রাউন্ড চিটাগং ভাইকিংসের। নিজেদের ঘরে ফিরে সিলেট সিক্সার্সকে দুর্দান্তভাবে হারিয়ে দিয়েছিল তারা। আগে ব্যাট করে ৫ উইকেটে করেছিল ২১১ রান। ম্যাচটি তারা জিতে নেয় ৪০ রানে। তবে পরের ম্যাচে ফের হারের পথে ফিরে দলটি। ঢাকার বিপক্ষে ম্যাচে এবার চ্যালেঞ্জ তাদের ঘরের দর্শকদের আনন্দ দেওয়ার। আবারো জয়ে ফেরার। অন্যদিকে বিপিএলের এবারের আসরে চট্টগ্রাম পর্বে এটিই প্রথম ম্যাচ হতে যাচ্ছে ঢাকার। পয়েন্ট টেবিলে খুলনা ও কুমিল্লা তাদের ছাপিয়ে গেছে বলে এম্যাচে জয় খুব বেশি প্রয়োজন সাকিব আল হাসানের ঢাকার।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT