ইংলিশ প্রিমিয়ার লিগে পেরিয়ে গেছে অর্ধেকের বেশি সময়। ৩৮টি ম্যাচের মধ্যে সব দলই খেলে ফেলেছে ২০টি ম্যাচ। আর প্রিমিয়ার লিগের এই মাঝপর্যায়ে এসেই শিরোপার সুবাতাস পেতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের একেবারে শুরুতে, নিজেদের দ্বিতীয় ম্যাচটি ড্র করেছিল পেপ গার্দিওলার দল। তার পর থেকে একের পর এক শুধু জিতেই চলেছে ম্যানসিটি।
গতকাল বুধবার নিজেদের সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে। এই জয় দিয়ে নিজেদের প্রায় ধরাছোঁয়ার বাইরেই নিয়ে গেছে ব্লুরা। ২০ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধানটাও অনেক। ১৫ পয়েন্ট পিছিয়ে আছে সিটির নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেড। ২০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের শিরোপাজয়ী চেলসি।
নিউক্যাসল ইউনাইটেডের মাঠে প্রথমার্ধেই একটি গোলের দেখা পেয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। ৩১ মিনিটের মাথায় গোল করেছিলেন রহিম স্টার্লিং। পরে এই এক গোলের ব্যবধানেই জয় পেয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।