শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ ১৭ই কার্তিক ১৪৩১
Smoking
 
কথায় কথায় নালিশ করা বিএনপির পুরোনো অভ্যাস : ওবায়দুল কাদের
প্রকাশ: ০৩:১২ pm ১২-১১-২০১৭ হালনাগাদ: ০৩:১৫ pm ১২-১১-২০১৭
 
 
 


সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আসা নেতাকর্মীদের সরকার বাধা দিচ্ছে—বিএনপির এমন অভিযোগ খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির অভিযোগ খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে? বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়। অতীতে আমরা যখন এসব অভিযোগের খোঁজ-খবর নিয়ে দেখি, তখন অনেক সময় দেখা যায় এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। আসলেই কথায় কথায় নালিশ করা বিএনপির পুরোনো অভ্যাস।’

‘যতটুকু জানি অতিরিক্ত যানবাহনের কারণে রাস্তা জ্যাম হয়েছে। যে কারণে ঢাকার ভেতরে গাড়ি প্রবেশ করতে পারছে না। সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই’, বলেন কাদের।

আজ রোববার দুপুরে রাজধানীর একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের ২৫তম সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় সড়ক পরিবহন মালিক সমিতির নেতা এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘আমরা খবর পেয়েছি, বিভিন্ন জায়গা থেকে গণপরিবহনগুলো সরকার বন্ধ করে দিয়েছে। আজকে রাস্তাঘাটে যানবাহন নেই বললেই চলে। গ্রেপ্তার আতঙ্কে রেখেছে নেতাকর্মীকে। এটাই সরকারের অগণতান্ত্রিক আচরণ।’

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আগামী ১৮ নভেম্বর ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতির জন্য আমরা সমাবেশ দিয়েছি শনিবার দেখে। এ ধরনের সমাবেশে জনভোগান্তি হবেই, এটাকে সহনীয় মাত্রায় রাখা রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু আজকে তো সহনীয় মাত্রায় নেই। সহনশীলতার মাত্রা অতিক্রম করে এখন রাস্তা অচল হয়ে গেছে। খালেদা জিয়ার সংবর্ধনার দিনও একই অবস্থা হয়েছিল। আমরা শেখ হাসিনাকে যে সংবর্ধনা দিয়েছিলাম, সেখানে আমাদের নারী উপস্থিতিও তাদের সম্মিলিত উপস্থিতির চেয়ে বেশি ছিল। তারপরও আমরা ছিলাম সুশৃঙ্খল পরিবেশে, নেতাকর্মীরা ছিল ফুটপাতে। যারা আজকে রাস্তা অচল করে সভা-সমাবেশ করে, তারা ক্ষমতায় আসলে দেশ অচল করবে।’

এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘রাস্তা তো অলরেডি ব্লকড হয়ে গেছে, এগুলো তো ফিরে এসে আবার যেতে হবে।’

‘তারপর আবার অতীতে তো গাড়ি পুড়িয়ে দেওয়া, যাত্রী পুড়িয়ে দেওয়া, এটা তো কারো না কারো অভ্যাস ছিল; এখন পরিবহন মালিকরা কোন রিস্ক নিয়ে গাড়ি নিয়ে ঢাকায় আসবে? এখানে আমাদের কী করার আছে’, যোগ করেন প্রতিমন্ত্রী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT