কনফেডারেশন কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়ার সেন্টপিটার্সাবার্গে কনফেডারেশন কাপের এই হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে গ্রুপ পর্বের দু'দলের মধ্যে ১০ দিন আগে কাজানে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কাজানে অনুষ্ঠিত সেমি-ফাইনালের নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় টাইব্রেকারের মাধ্যমে পুর্তগালের সবকটি শট প্রতিহত করে চিলিয়ানদের বিদায়ের আনন্দে ভাসান গোল রক্ষক ক্লদিও ব্রাভো। অন্যদিকে কনফেডারেশনস কাপের সেমি-ফাইনালে মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে এসেছে তারুন্যে গড়া বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। উল্লেখ্য, এখন পর্যন্ত দু'দল ৮ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৫ ম্যাচে জয় পেয়েছে জার্মানি। অন্যদিকে চিলি পেয়েছে ২ জয়। আর গত ২২ জুন অনুষ্ঠিত কনফেডারেশনস কাপের দু'দলের মধ্যকার একমাত্র ম্যাচটি ১-১ এ ড্র হয়েছে।