বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কপাল বটে- তৃতীয়বার ৫০ কোটি টাকার লটারি জয়
প্রকাশ: ০৪:৫০ pm ০৬-০৪-২০১৭ হালনাগাদ: ০৪:৫৮ pm ০৬-০৪-২০১৭
 
 
 


একবার, দুবার নয়, তিন-তিনবার লটারি জিতেছেন কানাডার এক দম্পতি। প্রথমে ১৯৮৯ সালে, দ্বিতীয়বার ২০১০ সালে, আর তৃতীয়বার জিতলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। সে এক দাঁ মারা বটে! প্রায় ৫০ কোটি টাকা বাগিয়েছেন। সৌভাগ্যবান এই দম্পতি হলেন আলবার্টার এডমনটনের বারবারা ও ডগলাস ফিঙ্ক।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, এবার বারবারা-ডগলাস দম্পতি লটারিতে ৬১ লাখ ডলার বা ৪৯ কোটি ৭ লাখ ৪৫ হাজার টাকা পেয়েছেন। এই অর্থটা তাঁরা সন্তানদের কল্যাণে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

লটারিজয়ী ডগলাস ফিঙ্ক আয়োজকদের বলেছেন, ‘এই অর্থে পরিবারের হক সবচেয়ে বেশি। আমরা চাই এই অর্থ দিয়ে আমাদের মেয়েরা ও নাতি-নাতনিরা ভালোভাবে থাকুক।’ তবে কিছু অর্থ নিজেদের জন্যও ব্যয় করবেন জানিয়ে তিনি বলেন, ‘আমার স্ত্রী একটি বাড়ি কিনতে চান। আমরা সেটি কিনব। আর বেড়াতে যাওয়ারও পরিকল্পনা আছে।’


লটারি জেতার খবরটা পাওয়ার ঘটনা বর্ণনা করে বারবারা বলেন, ‘ওই সময় আমার স্বামী বাড়ি ছিলেন না। এমনকি এই শহরেও ছিলেন না। কাজের জন্য তিনি শহরের বাইরে ছিলেন। খবরটা শুনে আমি তাঁকে ফোন করলাম। কিন্তু প্রথমবার তিনি ফোন ধরেননি। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। পাঁচ মিনিট পর আবার ফোন করলাম। তখন তিনি ফোনটা ধরেন। আর আমি চিৎকার করে তাঁকে বলি, আবার লটারি জিতেছি আমরা!’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT