বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কমনওয়েলথ গেমসে বাকি বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন
প্রকাশ: ১০:৫৪ am ০৮-০৪-২০১৮ হালনাগাদ: ১০:৫৬ am ০৮-০৪-২০১৮
 
 
 


কমনওয়েলথ গেমসের পর্দা উঠেছে ৪ এপ্রিল। আজ পঞ্চম দিনে এসে প্রথম পদকের দেখা পেল বাংলাদেশ। শ্যুটার আব্দুল্লাহ হেল বাকি ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য পদক এনে দিয়েছেন বাংলাদেশকে। আশা জাগিয়েও স্বর্ণ জিততে পারেননি তিনি। দশমিক তিন পয়েন্ট কম স্কোর করায় স্বর্ণ পদক হাতছাড়া করেন তিনি।

তবে রৌপ্য জিতেও পদক তালিকার বাইরে থাকা বাংলাদেশকে তালিকায় স্থান করে দিয়ছেন তিনি। ৭১ দেশের মধ্যে ১টি রৌপ্য নিয়ে বাংলাদেশ এখন পদক তালিকায় ১৩তম স্থানে অবস্থান করছে। ২০১৪ সালে ইংল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসেও রৌপ্য জিতেছিলেন তিনি। নিজের পদক অক্ষুন্ন রাখলেন এই শ্যুটার।

শনিবার চূড়ান্ত রাউন্ডে আটজন অংশ নেন। ২৪৫ স্কোর করে স্বর্ণ জিতেন অস্ট্রেলিয়ার ডেন স্যাম্পসন। তার থেকে মাত্র .৩ (দশমিক তিন) কম স্কোর করে রৌপ্য জিতেন বাকি। তিনি ২৪৪.৭ স্কোর করেন। ২২৪.১ স্কোর করে ব্রোঞ্জ জিতেন ভারতের রবি কুমার।

২০১৪ কমনওয়েলথ গেমসের চেয়ে এবার তিনি ভালো করেছেন। সেবার ভারতের অভিনব বিন্দ্রা ২০৫.৩ পয়েন্ট স্কোর গড়ে স্বর্ণ জিতেছিলেন। আর বাকি ২০২.১ পয়েন্ট স্কোর করে রৌপ্য জিতেছিলেন। এবার বাকি স্কোর গড়েছেন ২৪৪.৭। স্বর্ণজয়ী স্যাম্পসনের চেয়ে মাত্র .৩ পয়েন্ট কম স্কোর করেন তিনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT