ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বন্দিপোরার হাজিন অঞ্চলে একটি বড় এলাকা ঘিরে জঙ্গি দমন অভিযান চালিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ অক্টোবর) রাত থেকে চলা অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে।
এ ঘটনায় দুইজন সেনাসদস্যও নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই জম্মু ও কাশ্মীরের বন্দিপোরা জেলার হাজিন এলাকায় সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
ওই এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন সেনাবাহিনীর উপর হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনারা। জঙ্গিদের গুলিতে দুই জন সেনা সদস্য নিহত এবং তিন জন আহত হয়েছে। সেনার গুলিতে দুই জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই এলাকায় এখনও আরো জঙ্গি লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
গত সোমবার বারামুলার লাদুরা গ্রামে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে জইশ-ই-মহম্মদের কম্যান্ডার উমর খালিদ। সোপিয়ানেও অভিযানে নিহত হয়েছে তিন জঙ্গি।
সূত্র: আনন্দবাজার