শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
এশিয়া কাপ হকির দশম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত
প্রকাশ: ০৯:৫৫ am ২৩-১০-২০১৭ হালনাগাদ: ০৯:৫৮ am ২৩-১০-২০১৭
 
 
 


বাংলাদেশের মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপ হকির দশম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২২ অক্টোবর রোববার  টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারত ২-১ গোলে হারিয়েছে প্রথমবারের মত ফাইনালে ওঠা মালয়েশিয়াকে।

এর আগে এশিয়া কাপ হকিতে ভারত দুই বার চ্যাম্পিয়ান হয়েছে। এটি তাদের তৃতীয় শিরোপা। ফাইনাল খেলার শুরুতেই এগিয়ে যায় ভারত। তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় দলটি।

পেনাল্টি কর্নারে সুনীলের বাড়ানো বলে রামনদীপের পুশ বারে লাগলে ফিরতি বলে গোল হয়।  এরপর বিরতি আগ পর্যন্ত আর কোনো গোল হয়নি। তবে বিরতির বাঁশির ঠিক আগে ব্যবধান বাড়ায় ভারত। ২৯ মিনিটে সুমিতের ক্রস হিটে ডানপ্রান্ত দিয়ে কানেক্টে গোল করেন ললিত উপাধ্য। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত। ৪৯ মিনিটে রোসলি রমাদান থেকে আরশাদ আমিরুলের হিট কীপারের গায়ে লেগে ফেরত এলে ফিরতি বলে সাবাহ শাহরিলের মালয়েশিয়া প্রথম ও একমাত্র গোলের দেখা পায়। 

এর আগে স্থান নির্ধারণী খেলায় পাকিস্তান ৬-৩ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের ফরোয়ার্ড এজাজ আহমেদ। দক্ষিণ কোরিয়া টুনামেন্টে চতুর্থ স্থান লাভ করেছে। 

এশিয়া কাপের বাংলাদেশ ৬ষ্ঠ স্থান লাভ করেছে। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT