জইশ-ই-মহম্মদের অন্যতম শীর্ষ কমান্ডার খালিদের পর এ বার ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে লস্কর-ই তইবার অন্যতম শীর্ষ কমান্ডার ওয়াসিম আহমেদ শাহ। গত কয়েক বছরে দক্ষিণ কাশ্মীরের একাধিক জঙ্গি হামলায় জড়িত ছিল ওয়াসিম শাহ।
শনিবার (১৪ অক্টোবর) ভোরে কাশ্মীরের পুলওয়ামা জেলায় সেনা অভিযানের সময় নিহত হয় এই জঙ্গি নেতা। এ ঘটনায় ওয়াসিমের দেহরক্ষী নাসির আহমেদ মীর নামে আরও এক লস্কর জঙ্গি নিহত হয়েছে। ২৩ বছর বয়সী ওয়াসিম 'আবু ওসামা ভাই' নামে অধিক পরিচিত। পুলওয়ামার লিট্টের এলাকায় তার খোঁজেই তল্লাশি চালাচ্ছিল বাহিনী। সেনা সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, এই লিট্টের এলাকাটি জঙ্গিদের অন্যতম সুরক্ষিত আস্তানা।
বিভিন্ন জঙ্গি কর্মকান্ডে যুক্ত শাহ বহু দিন ধরেই পুলিশের নজরে ছিল। তার খোঁজ দিতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। শাহ লিট্টেরে লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। তার পরই পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ টিম এবং সিআরপিএফ এর যৌথ বাহিনী এই এলাকাটিকে চারপাশ থেকে ঘিরে নেয়। অবস্থা বেগতিক দেখে পালানোর চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন তিনি।
সূত্র: আনন্দবাজার