বলিউড তারকাদের মেলা বসেছিল গতকাল শনিবার মুম্বাইয়ের ওরলি এনএসসিআই ডোমে। উপলক্ষ ‘৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০১৭’। অনুষ্ঠানে দেওয়া হয় ২০১৬ সালের সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী ও বিভিন্ন বিভাগের পুরস্কার। প্রত্যাশা অনুযায়ী বাজিমাত করে আমির খানের ‘দঙ্গল’। বছরের একেবারে শেষ প্রান্তে মুক্তি পেলেও পুরস্কারপ্রাপ্তিতে এগিয়ে ছিল আমিরের এই ছবি। ২০১৬ সালের সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা অভিনেতা—এমন তিনটি প্রধান পুরস্কারই গেছে ‘দঙ্গলে’র ঝুলিতে। আর সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট; ‘উড়তা পাঞ্জাব’ ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য।
পিছিয়ে ছিল না ‘নিরজা’ ও ‘কাপুর অ্যান্ড সনস—সিন্স ১৯২১’ ছবি দুটিও। দুটি ছবিই দর্শক ও সমালোচকের পাঁচটি করে পুরস্কার পায়। আর ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মান জানানো হয় শত্রুঘ্ন সিনহাকে।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ‘৬২তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-২০১৭’-এর বিজয়ীদের একটি তালিকা এখানে দেওয়া হলো।
সেরা অভিনেতা : আমির খান (দঙ্গল)
সেরা অভিনেত্রী : আলিয়া ভাট (উড়তা পাঞ্জাব)
সেরা ছবি : দঙ্গল
সেরা পরিচালক : নিতেশ তিওয়ারি (দঙ্গল)
ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার
সেরা ছবি : নিরজা
সেরা অভিনেতা : শহিদ কাপুর (উড়তা পাঞ্জাব) ও মনোজ বাজপেয়ি (আলীগড়)
সেরা অভিনেত্রী : সোনম কাপুর (নিরজা)
শর্ট ফিল্ম
সেরা অভিনেতা : মনোজ বাজপেয়ি (তাণ্ডব)
সেরা অভিনেত্রী : তিসকা চোপড়া (চাটনি)
জনগণের পছন্দে সেরা শর্ট ফিল্ম : খামাখা
সেরা শর্ট ফিল্ম (ফিকশন) : চাটনি
সেরা শর্ট ফিল্ম (নন-ফিকশন) : মাতিতালি কুস্তি
সেরা নতুন পরিচালক : আশ্বিনি আইয়ার তিওয়ারি (নিল বাতে সান্নাতা)
সেরা নতুন অভিনেতা : দিলজিত দোসাঞ্জ (উড়তা পাঞ্জাব)
সেরা নতুন অভিনেত্রী : রিতিকা সিং (শালা খাড়ুস)
সেরা ডায়ালগ : রিতেশ শাহ (পিঙ্ক)
সেরা স্ক্রিনপ্লে : শাকুন বাতরা ও আয়েশা দিভেত্রি ধিলোন (কাপুর অ্যান্ড সনস—সিন্স ১৯২১)
সেরা গল্প : শাকুন বাতরা ও আয়েশা দিভেত্রি ধিলোন (কাপুর অ্যান্ড সনস—সিন্স ১৯২১)
সেরা পার্শ্ব অভিনেতা : ঋষি কাপুর (কাপুর অ্যান্ড সনস—সিন্স ১৯২১)
সেরা পার্শ্ব অভিনেত্রী : শাবানা আজমি (নিরজা)
ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : শত্রুঘ্ন সিনহা
সেরা মিউজিক অ্যালবাম : প্রিতম (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা গীতিকার : অমিতাভ ভট্টাচার্য (চান্না মেরেয়া—অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) : অরিজিৎ সিং—অ্যায়া দিল হ্যায় মুশকিল (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা প্লেব্যাক সিঙ্গার (নারী) : নেহা ভাসিন—জাগ ঘুমিয়া (সুলতান)
ফিল্মফেয়ার আরডি বর্মণ অ্যাওয়ার্ড ফর নিউ মিউজিক ট্যালেন্ট : অমিত মিশরা—বুলেইয়া (অ্যায় দিল হ্যায় মুশকিল)
সেরা ভিজুয়াল ইফেক্ট : রেড চিলিস (ফ্যান)
সেরা এডিটিং : মনিষা বালদোয়া (নিরজা)
সেরা কস্টিউম : পায়েল সালুজা (উড়তা পাঞ্জাব)
সেরা অ্যাকশন : সায়েম কুশল (দঙ্গল)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর : সামির উদ্দীন (কাপুর অ্যান্ড সন্স—সিন্স ১৯২১)
সেরা কোরিওগ্রাফি : আদিল শেখ—কার গায়ি চুল (কাপুর অ্যান্ড সন্স—সিন্স ১৯২১)
সেরা সিনেমাটোগ্রাফি : মিতেশ মিরচন্দনি (নিরজা)