বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তি মৃত্যু: আহত দুই
প্রকাশ: ১০:২৬ am ১৬-০১-২০১৮ হালনাগাদ: ১০:২৯ am ১৬-০১-২০১৮
 
 
 


কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যানপুর এলাকায় সেচের ট্রান্সফারমার এর ফিউজ মেরামত করতে গিয়ে বাবলু(৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে ভেড়ামারা উপজেলার ক্ষেমিড়দিয়াড় এলাকার মৃত মানিক মন্ডলের ছেলে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এছাড়া কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান মোঃ লুৎফর রহমান (৩৫) ও সেচের মালিক মাজিদুল(৩৫) আহত হয়েছে।  জানা যায়, বিকেল ৪ টার সময় পূর্ব অভিযোগ অনুৃযায়ি লাইনম্যান লুৎফর রহমান সেচের লাইন মেরামত করতে গিয়ে দেখেন বিদ্যুৎতের খুটিটি পানির মধ্যে। তখন তিনি লাইনের কাজ করতে অস্বিকৃতি জানালে সেচের মালিক মাজিদুল ভ্যানচালক বাবুলকে তার ভ্যানে লাইনম্যানকে উঠিয়ে খুটির কাছে নিয়ে যাই। লাইনম্যান লুৎফর ট্রান্সফারমারের ফিউজ লাগাতে গেলে সেটাতে ত্রুটি থাকায় সেটি বিষ্ফরিত হয়ে পানি বিদ্যুৎতায়িত হয়ে যায়। এতে পানির মধ্যে থাকা দুইজন এবং লাইনম্যান বিদ্যুৎতায়িত হয়ে গুরুতর আহত হলে স্থানিয়রা দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করে। এ ব্যপারে দৌলতপুর জোনাল অফিসের ডিজিএম আশরাফ উদ্দিন খান জানান, বিদ্যুৎতের খুটিটি স্টিলের হওয়াই দূর্ঘটনা ঘটেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই খুটিটি পিডিবি আমলের। আমরা সকল স্টিলের খুটি সরিয়ে অন্য খুটি দেয়ার কাজ করছি। এটাও সরানোর প্রস্তুতির মধ্যেই এই অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা ঘটেছে।


এস এম জামাল, কুষ্টিয়া থেকে।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT