কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান হাইওয়েতে সোমবার (২৪ এপ্রিল) রাতে একটি যাত্রীবাহী বাস এবং খাবার তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে ২৪ নিহত হয়েছে। রাজধানী নাইরোবির সাথে বন্দরনগরী মোমবাসাকে সংযোগকারী হাইওয়ের কিবউইজি এলাকাতে মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ প্রধান লিওনার্দ কিমাইয়ো জানিয়েছেন, বাসচালক অপর আরেকটি বাসকে ওভারটেক করতে গেলে সামনে থেকে আসা তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষের সম্মুখীন হয়। তিনি আরো জানান, তিন শিশুসহ ২০ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। অপর একজনকে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়। বাসটি নাইরোবি থেকে মোমবাসা যাচ্ছিল। এ ঘটনায় আরো ১৯ জন গুরুতর আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।