শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
মিঠাপুকুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত
প্রকাশ: ১১:৫৮ am ১৬-০৪-২০১৮ হালনাগাদ: ১২:০০ pm ১৬-০৪-২০১৮
 
 
 


রংপুরের মিঠাপুকুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সহসভাপতি মোস্তাফিজার রহমানসহ (৩৮) দুইজন নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার চেংমারী ইউনিয়নের ফকিরেরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মিঠাপুকুর থানার এসআই আশীষ কুমার জানান, মোস্তাফিজার রহমান তার স্ত্রীকে নিয়ে সোমবার সকালে শ্বশুরবাড়ি উপজেলার ছড়ান এলাকায় আসেন। স্ত্রীকে নামিয়ে দিয়ে প্রাইভেট কার নিয়ে সকাল ৯টার দিকে তিনি রংপুর যাচ্ছিলেন।

এসময় ফকিরের হাট এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে বসে থাকা আলেফ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে চাপা দিয়ে পাশের বাড়িতে গিয়ে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই আলেফ উদ্দিনসহ মোস্তাফিজার মারা যান। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT