নতুন বিতর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। যৌন নিগ্রহের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে৷ জানা গেছে, বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন চার মার্কিন মহিলা। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেলের খবর অনুযায়ী, ২০০০ সালে ঘটে ঘটনাটি। অবশ্য তখন প্রেসিডেন্ট ছিলেন না ক্লিনটন। অভিযোগ, এক বিলিয়নিয়ার বিনিয়োগকারী রন বার্কলেকে ব্যবসা সংক্রান্ত কিছু কাজে সাহায্য করেছিলেন তিনি। নিগ্রহের শিকার মহিলারা ওই বিনিয়োগকারীর কর্মচারী। ব্যবসায়ীর প্রাইভেট জেটেই ছিলেন চার মহিলা। তখনই ক্লিনটন তাদের যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ নতুন কিছু নয়। প্রেসিডেন্ট থাকাকালীন একাধিক এরকম অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে প্রচারের যাবতীয় আলো শুষে নিয়েছিল মনিকা লিউনিস্কির সঙ্গে ক্লিনটনের প্রেম। এখনও ভীষণভাবে অটুট রয়েছে সেই স্মৃতি। বিশ্ব জুড়ে আলোড়ন ফেলে দেওয়া মনিকার সঙ্গে তার প্রেমের ঘটনা ১৯৯৮ সালে সামনে আসে৷ মনিকা পর্বে মার্কিন রাজনীতি টালমাটাল ছিল। তার ঠিক দু’বছরের মাথায় ফের যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন ওই চার মহিলা বলে অভিযোগ৷ মনিকা পর্ব যে ক্লিনটনের জীবনে বিশেষ প্রভাব ফেলেনি তা নতুন করে ওঠা যৌন নিগ্রহের অভিযোগই প্রমাণ করে দিল। তবে সতের বছর পর কেন সেই মহিলারা যৌন হেনস্থার অভিযোগ আনলেন তা পরিষ্কার নয়। জানা গেছে অভিযোগকারী চার মহিলাই পৃথক ভাবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।