বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
বেসরকারিভাবে আ.লীগ প্রার্থী খালেক বিজয়ী
প্রকাশ: ১২:০০ am ১৬-০৫-২০১৮ হালনাগাদ: ০৯:৩৮ am ১৬-০৫-২০১৮
 
 
 


খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আবারো মেয়র নির্বাচিত হয়েছেন নগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আবদুল খালেক। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী। খুলনা মহিলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।

২৮৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। আর বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ২৮৯টি কেন্দ্রে শুরু হয় ভোট প্রদান। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। ২৮৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের ভোট অনিয়মের কারণে স্থগিত হয়েছে। বাকি ২৮৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT