সাতক্ষীরার আশাশুনি উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি বাস বুধহাটার নওয়াপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২০ জন আহত হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।