শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
গণ বিশ্ববিদ্যালয়ে এবার আন্দোলনে, ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা
প্রকাশ: ১১:০৩ am ২৯-০১-২০১৮ হালনাগাদ: ১১:২২ am ২৯-০১-২০১৮
 
 
 


মোহাম্মদ রনি খাঁ ,গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে এবার আন্দোলনে নেমেছে ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরা। আজ রবিবার (২৮ জানুয়ারী) সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে সামিল হয়েছে ফিজিওথেরাপি বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

'পরীক্ষার ফল দিতে বিলম্ব করা' শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান কারণ হলেও, শিক্ষার্থীরা জানান তাদের মোট ১১ দফা দাবি আছে। ফলাফলে তথ্য বিভ্রাট এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ও বিভাগীয় অফিসে ফলাফলের অসামঞ্জস্যতা ছাত্রদের হয়রানি বাড়াচ্ছে বলেও অভিযোগ রয়েছে অনেকেরই।

শিক্ষার্থীদের দাবী, বিভাগীয় প্রধানের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের কাছ থেকে কোন সমস্যার সমাধান পাচ্ছেন না তারা। দুই বছর ধরে শিক্ষার্থীরা ল্যাব প্র্যাক্টিস করার সুযোগওপাচ্ছেন না।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকেরা তাদের পরীক্ষায় পাশ করাবেন না বলে বারবার হুমকি দিচ্ছেন; যাতে তারা আন্দোলন থেকে সরে আসেন।

শিক্ষকেরা শিক্ষার্থীদের সাথে কোন ধরনের খোলাখুলি আলোচনায় বসতে চাচ্ছেন না। কিন্তু শিক্ষকদের দাবী তারা প্রতি ব্যাচের দুইজন করে শিক্ষার্থীর সাথে কথা বলতে চেয়েছেন। পাল্টাপাল্টি বক্তব্য আসলেও এখন অবধি কোন সমস্যার সমাধান হয়নি।

ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সুলতানা ফারাত জাহান (ভারপ্রাপ্ত) বলেন, 'অহেতুক আন্দোলন করছে শিক্ষার্থীরা। ফল প্রকাশে দেরী হলেও সাপ্লিমেন্টারীর ফর্ম নেয়ার সময় বাড়ানো হয়েছে। শিক্ষার্থীদের এ ব্যাপার নিশ্চিত করার পরও তারা ফর্ম নিতে রাজী হচ্ছেনা। শিক্ষার্থীরা সময় মত পূর্বের সাপ্লিমেন্টারী পরীক্ষায় সঠিক সময়ে অংশগ্রহণ  করেনি বিধায় সর্বোপরি ফলাফল তৈরি করতে বেশি সময় লাগছে।'

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বলেন, 'আগের দায়িত্বপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রকের গাফেলতির কারণে ফিজিওথেরাপি বিভাগের পরীক্ষার ফলাফল নিয়ে বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যা দেখা দিয়েছে। সে সমস্যা কাটিয়ে উঠে আমরা আরো দ্রুত ফলাফল প্রকাশ করার চেষ্টা করছি।'

কিছুদিন পরপরই এক এক বিভাগের আন্দোলনে বারবার রহিত হচ্ছে গণ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ। উল্লেখ্য, কিছুদিন আগেও ব্যবসায় প্রশাসন বিভাগের অনুমোদনের বিষয় নিয়ে উত্তপ্ত ছিল গণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT