শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
গাড়ি দুর্ঘটনায় আহত ম্যানসিটি তারকা এগুয়েরো
প্রকাশ: ১১:৪৬ pm ২৯-০৯-২০১৭ হালনাগাদ: ১১:৪৬ pm ২৯-০৯-২০১৭
 
 
 


হল্যান্ডের আমস্টার্ডামে এক গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও এগুয়েরো। দুর্ঘটনার বিষয়টি গতকাল নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। তার আঘাত কতটা গুরুতর ক্লাবের চিকিৎসকরা এখন তা নির্ণয় করবেন। ২৯ বছর বয়সি এ স্ট্রাইকারের পাঁজরের হাড় ভেঙ্গে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদি সেটি সত্যি হয় তাহলে অন্তত দুই মাসের জন্য তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। তবে আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকার চোটের ধরণ সম্পর্কে এখনো কিছু জানায়নি সিটি। ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজই ক্লাবের চিকিৎসকরা তার আঘাত পর্যালোচনা করবে। ছুটির দিন কাটাতে হল্যান্ড সফরে গিয়েছিলেন এই সিটি স্ট্রাইকার। সেখানেই তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন। আজ সকালে তিনি ম্যানচেস্টারে এসে পৌছান। চেলসির বিপক্ষে প্রিমিয়ার লীগের ম্যাচে অংশগ্রহণের আগেই তার প্রকৃত অবস্থা জানা যাবে। চ্যাম্পিয়ন্স লীগে অসাধারণ ফর্ম নিয়ে এবারের মিশন শুরু করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। লীগে এ পর্যন্ত তিনি ছয়টি গোল করেছেন।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT