রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
গুগল অ্যাডসেন্স এর বিজ্ঞাপন এবার বাংলা ভাষার ওয়েবসাইটে
প্রকাশ: ০৩:৩৭ pm ২৭-০৯-২০১৭ হালনাগাদ: ০৪:২১ pm ২৭-০৯-২০১৭
 
 
 


অবশেষে বাংলা ভাষার ওয়েবসাইটের জন্য অ্যাডসেন্স চালুর ঘোষণা দিয়েছে সার্চ ইঞ্জিন গুগল। গত মঙ্গলবার এ বিষয়ে এক ব্লগপোস্টে বিস্তারিত জানানো হয়। সিঙ্গাপুরে গুগল অফিসে অনুষ্ঠিত ‘টপ কন্ট্রিবিউটর সামিট’-এ প্রাথমিকভাবে বিষয়টি জানানো হয়। এর পরেই ব্লগপোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গুগলের তথ্য মতে, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার ব্যবহার বেড়েছে অনেক। ব্যবহারকারীদের কথা বিবেচনায় রেখেই অন্যান্য ভাষার পাশাপাশি বাংলায় গুগল অ্যাডসেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। 

বর্তমানে ৪০টি ভাষায় গুগল অ্যাডসেন্স চালু রয়েছে। বাংলা ভাষায় অ্যাডসেন্স চালু হওয়ায় নতুনমাত্রা যুক্ত হবে বলে মনে করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘গুগল অ্যাডসেন্সের বাংলা ভাষায় সমর্থনের বিষয়টি দীর্ঘদিনের প্রত্যাশিত ছিল। কারণ, এটি অন্যতম একটি ডিজিটাল টুলস। এটা বাংলা ভাষাভাষী ওয়েবসাইটগুলোর জন্য দারুণ সহায়ক হবে।’

গুগলের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘সারাবিশ্বের ৩৫ কোটি মানুষের ভাষা বাংলা। আর বাংলা ভাষায় গুগল অ্যাডসেন্সের স্বীকৃতি মূলত ডিজিটাল দুনিয়ায় বাংলা ভাষার শক্তিশালী অবস্থানকেই তুলে ধরছে।’

গুগলের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালেই গুগল অ্যাডসেন্স প্রকাশকদের প্রায় ১০ বিলিয়ন ডলার পেমেন্ট দিয়েছে।

গুগলের বাংলা ভাষা নিয়ে কাজ করা গুগল ডেভলপার গ্রুপ বাংলার ম্যানেজার জাবেদ সুলতান পিয়াস বলেন, ‘অনলাইনে বাংলার ব্যবহার বেশি হওয়ায় গুগল অ্যাডসেন্স এখন বাংলা ভাষাতেও ব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। এটা অবশ্যই বাংলা ভাষাভাষীভিত্তিক ওয়েবসাইটের জন্য বেশ ভালো।’

গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন যা মূলত একটি লাভ-অংশীদারি প্রকল্প। গুগল অ্যাডসেন্সের সাহায্যে ব্যবহারকারী তার ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপনের কনটেন্ট থেকে আয় করতে পারেন। অ্যাডসেন্স গুগলের বিজ্ঞাপন প্রচার করে । এ প্রোগ্রামের মাধ্যমে গুগল তৃতীয় পক্ষের বিভিন্ন বিজ্ঞাপন বিভিন্ন সাইটে প্রদর্শন করে। আর ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে সাইটের মালিক অর্থ উপার্জন করতে পারেন। বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রাপ্ত অর্থের ৬৮ শতাংশ (কনটেন্টের ক্ষেত্রে) এবং ৫১ শতাংশ (সার্চের ক্ষেত্রে) সাইটের মালিকদের দেয় গুগল। অ্যাডসেন্স ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউব, মোবাইল অ্যাপেও ব্যবহার করা যায়। গুগল কর্তৃক ব্যবহারকারীকে একটি কোড দেওয়া হয়, যা ব্যবহারকারী ওয়েবসাইটে ব্যবহার করতে হয় বিজ্ঞাপন দেখানোর জন্য। আর মাস শেষে আয় ১০০ ডলার বা তার বেশি অতিক্রম করলে গুগল থেকে চেকের মাধ্যমে অর্থ পাঠানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে https://goo.gl/CEFVCD-এ ঠিকানায়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT