রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘ডিটেকটিভ’। নাটকে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। তাঁর চরিত্রের নাম মাহিন। নাটকটিতে রিয়াজের বিপরীতে ফারহানা মিলি অভিনয় করেছেন। এ ছাড়া অন্যান্য চরিত্রে মৌটুসী বিশ্বাস, আশিক মুনির ও সুজন হাবিবকে দেখা যাবে।
ফারহানা মিলি দোহানী চরিত্রে ও জয়িতা চরিত্রে মৌটুসী বিশ্বাস অভিনয় করেছেন। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। নাটকটি আগামীকাল রোববার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে রাত ১১টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।
পরিচালক তারিক মুহাম্মদ হাসান এনটিভি অনলাইনকে বলেন, ‘নাটকের শুটিংয়ের আগে রিয়াজ ভাই চিকনগুনিয়া রোগে আক্রান্ত ছিলেন। সুস্থ হয়ে এই নাটকের শুটিং করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছি। গল্প নিয়ে এখানে তো আর বলার কিছু নেই। এ ধরনের একটি নাটক পরিচালনা করে অনেক ভালো লেগেছে আমার।’
নাটকের গল্পে দেখা যাবে, ‘মাহিন একজন গোয়েন্দা অফিসার। ঘরে তাঁর সুন্দরী বৌ দোহানী। দুজনের মধ্যে ভালোবাসাটা বেশ প্রবল। তবে দুজনের মধ্যে কেমন যেন একটা অদৃশ্য দেয়াল, একটা সন্দেহ ঘুরপাক খাচ্ছে। অফিসের ডিউটির বাইরেও মাহিন কিছু কাজ করে ডিটেকটিভ হিসেবে। এক সন্ধ্যায় জানালা দিয়ে নিচে তাকাতেই দেখে এক যুবক সন্দেহজনক আচরণ করছে। ঘটনাক্রমে, মাহিন জানতে পারে যে ছেলেটার নাম অরুণ এবং সে একটা মেসে থাকে। এবার হয়তো একটা কুখ্যাত সন্ত্রাসীর মূল উৎপাটন করতে পারবে সে। একদিন একটা নাটক সাজায় মাহিন। নিজের মেয়ে বন্ধকে প্রেমিকা হিসেবে পরিচয় করিয়ে দেয় পুলিশ অফিসার জয়িতাকে। মাহিনের ধারণা, একটি মেয়ের উপস্থিতি অরুণের মনের কথা বের করে আনতে পারবে।’