শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে পা রেখেছে বার্সেলোনা
প্রকাশ: ১০:১৯ am ০৬-১২-২০১৭ হালনাগাদ: ১০:২১ am ০৬-১২-২০১৭
 
 
 


চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে একটি ম্যাচেও হারের মুখ দেখেনি বার্সেলোনা। পাঁচ ম্যাচের তিনটিতে জয় দিয়ে পরবর্তী রাউন্ড প্রায় নিশ্চিতই করে ফেলেছিল। এবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচেও বার্সা পেয়েছে দাপুটে জয়। পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপিকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে পা রেখেছে কাতালানরা।

নকআউট পর্ব আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় স্পোর্টিংয়ের বিপক্ষে শুরু থেকে মাঠে নামেননি লিওনেল মেসি। বিশ্রামে ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তাও। তবে তাঁদের অভাব খুব বেশি টের পেতে দেননি লুইস সুয়ারেজ, প্যাকো আলাসাররা। প্রতিপক্ষের রক্ষণভাগে ভালোই আতঙ্ক ছড়িয়েছেন বার্সার খেলোয়াড়রা।

তবে গোলের দেখা পেতে অবশ্য অনেকটা সময়ই অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। প্রথমার্ধটা গোলশূন্য সমতা নিয়ে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি করেছেন আলাসার। ডেনিস সুয়ারেজের ক্রস থেকে হেড করে স্পোর্টিংয়ের জালে বল জড়িয়েছেন বার্সার এই ফরোয়ার্ড। ৬১ মিনিটের মাথায় বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। অবশ্য ম্যাচের শেষ আধঘণ্টায় কোনো গোল করতে পারেননি এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার।

খেলা শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে বার্সেলোনা দ্বিতীয় গোলটি পেয়েছে প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতায়। বল ক্লিয়ার করতে গিয়ে সেটা নিজেদেরই জালে জড়িয়ে দিয়েছেন জেরেমি ম্যাথিউ। মজার ব্যাপার হলো, এবারের মৌসুমের শুরুতেই বার্সা ছেড়ে স্পোর্টিংয়ে যোগ দিয়েছিলেন ফরাসি এই ডিফেন্ডার। বার্সার হয়ে গোল করার অভ্যাসটাই হয়তো এখনো ছাড়তে পারেননি ম্যাথিউ!

বার্সেলোনার কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে স্পোর্টিংকে। ‘ডি’ গ্রুপ থেকে বার্সেলোনা সঙ্গে নকআউট পর্বে চলে গেছে ইতালির শীর্ষ ক্লাব জুভেন্টাস। তারাও গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে হারিয়েছে ২-০ গোলে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT