বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ ২০শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
চলচ্চিত্রের প্রবাদপুরুষ রাজ্জাকের আজ জন্মদিন
প্রকাশ: ০৪:৫০ pm ২৩-০১-২০১৭ হালনাগাদ: ০৪:৫১ pm ২৩-০১-২০১৭
 
 
 


ঢাকাই চলচ্চিত্রের প্রবাদপুরুষ রাজ্জাকের আজ জন্মদিন। ৭৫ পেরিয়ে ৭৬ শুরু করলেন ‘নায়করাজ’ উপাধিতে সম্মানিত এই অভিনেতা। পরিবারের সঙ্গে ঘরোয়াভাবে দিনটি পালন করলেও চলচ্চিত্রাঙ্গনের নির্মাতা থেকে শিল্পী ও কলাকুশলীদের অনেকেই তাঁকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

অবশ্য এফডিসিতে কোনো আয়োজন নেই।

রাজ্জাকের ছোট ছেলে সম্রাট বলেন, ‘রাতে বাসায় পারিবারিকভাবে জন্মদিন পালন করা হয়েছে। এ ছাড়া সকাল থেকেই বাসায় সবাই আসছেন। বাবা তাঁদের সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছেন। আসলে বাবার জন্মদিনে বিশেষ কোনো আয়োজন করা হয় না। সারা দিন সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই দিনটা কাটান তিনি।’ 

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘আমরা গত বছর রাজ্জাক সাহেবকে এফডিসি পরিচালক সমিতিতে এনে কেক কেটেছিলাম। গত বছর ছিল তাঁর ৭৫তম জন্মদিন। এখন তো ওনার শরীর খুব একটা ভালো নেই, তাই এ বছর আমরা আর তাঁকে নিয়ে এসে ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আমরা নিজেরাই পরিচালক সমিতির পক্ষ থেকে বিকেলে শুভেচ্ছা জানাতে যাব।’

শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানী বলেন, ‘আমরা গত বছর অনেক বড় করে স্যারের জন্মদিন পালন করেছিলাম। এ বছর তেমন কোনো কিছু করছি না। ওনার জন্য শিল্পী সমিতির পক্ষ থেকে একটি সারপ্রাইজ আছে। আমরা সেটি এই জন্মদিনে দিতে চেয়েছিলাম। শিল্পী সমিতির বাইরে যে বাগানের কাজ চলছে, তা শেষ করতে পারিনি। তবে আমরা আগামী ১৫ দিনের মধ্যে এই সারপ্রাইজ সবাইকে সঙ্গে নিয়ে দেব। আজ শিল্পী সমিতির পক্ষ থেকে আমি আর মৌসুমী শুভেচ্ছা জানাতে যাব।’

নায়করাজ ১৯৪২ সালের ২৩ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। কিশোর বয়সে কলকাতায় মঞ্চনাটকে জড়িয়ে পড়েন রাজ্জাক। পরবর্তী সময়ে ১৯৬৪ দাঙ্গার সময় ঢাকায় চলে আসেন পরিবারের সঙ্গে। প্রথমদিকে রাজ্জাক তৎকালীন পাকিস্তান টেলিভিশনে ‘ঘরোয়া’ নামে ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হন। নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি আবদুল জব্বার খানের সহযোগিতায় ইকবাল ফিল্মসে কাজ করার সুযোগ পান। পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে ‘উজালা’ ছবিতে কাজ শুরু করেন। সালাউদ্দিন প্রোডাকশন্সের ‘তেরো নাম্বার ফেকু অস্তাগড় লেন’ চলচ্চিত্রে ছোট একটি চরিত্রে অভিনয় করে সবার কাছে নিজ মেধার পরিচয় দেন রাজ্জাক। পরবর্তী সময়ে ‌‘কার বউ’, ‘ডাক বাবু’, ‘আখেরী স্টেশন’সহ আরো বেশ কয়েকটি ছবিতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন তিনি। পরে ‘বেহুলা’ চলচ্চিত্রে সুচন্দার বিপরীতে তিনি নায়ক হিসেবে ঢালিউডে উপস্থিত হন এবং সবার মন জয় করে নেন। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি নায়করাজ হিসেবে পরিচিতি পান।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT