রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ক্রিকেট দলের আয় হয়েছে ৩ কোটি টাকা
প্রকাশ: ০৯:৪৬ am ২২-০৬-২০১৭ হালনাগাদ: ০৯:৪৯ am ২২-০৬-২০১৭
 
 
 


সদ্য শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নেয়া বাংলাদেশ ক্রিকেট দলের আয় হয়েছে ৪ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাড়ে ৩ কোটিরও বেশি। সম পরিমাণ অর্থ পেয়েছে ইংল্যান্ড দলটিও।  চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর থেকে সবচেয়ে বেশি আয় করেছে বিজয়ী দল পাকিস্তান। তাদের আয় ২২ লাখ ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাড়ে ১৭ কোটি টাকারও বেশি। অন্যদিকে রানারআপ দল ভারত পেয়েছে ১১ লাখ ডলার বা ৯ কোটি টাকা। টুর্নামেন্টের অন্যান্য দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা পেয়েছে ৯০ হাজার ডলার বা প্রায় ৭২ লাখ টাকা। শ্রীলংকা ও নিউজিল্যান্ড পেয়েছে ৬০ হাজার ডলার বা ৪৮ লাখ টাকা। প্রাইজমানি বাবদ আইসিসির সর্বমোট ব্যয় হয়েছে ৪৫ লাখ ডলার বা ৩৬ কোটি টাকা।  প্রসঙ্গত, গত ১৮ জুন পর্দা নেমেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। গতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে এবার শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। অন্যদিকে সেমিফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে মাশরাফিরা। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT