আশি ও নব্বই দশকের অন্যতম জনপ্রিয় পপ সংগীতশিল্পী সাবা তানি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উত্তরায় বাসায় বাথরুমে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। উচ্চ রক্তচাপজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তার মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর বিষয়টি নিয়ে ফেসবুকে নাট্যকার চয়নিকা চৌধুরী বলেন, "কিছুতেই মানতে পারছিনা সাবা তানি আমাদের মাঝে নেই! চলে গিয়েছেন না ফেরার দেশে! কি হচ্ছে এইসব চারিদিকে? সব প্রিয় মানুষ গুলো কেন চলে যাচ্ছে? এত তাড়াতাড়ি? সাবা তানি, সত্যিই খুব কষ্ট হচ্ছে।" মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। সাবা তানি যে বাসায় থাকতেন সেখানে একজন গৃহকর্মী ছাড়া কেউ ছিলেন না। এই শিল্পীর বাবা ও পরিবারের সদস্যরা থাকেন লন্ডনে। সাবা তানির জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘কিছুক্ষণ’, ‘কোনো বৈশাখী রাতে যদি’। বাংলাদেশ টেলিভিশন ও মঞ্চে গান গেয়ে জনপ্রিয় হন তিনি। তাঁর গাওয়া কিছু গজল ওই সময় খুব প্রশংসিত হয়েছিল।