জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার (১৫ জুলাই) সকালে সেনা এবং জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। কাশ্মীরের পুলিশ ইন্সপেক্টর জেনারেল মুনির খান বলেন, "শেষ খবর পাওয়া পর্যন্ত দুই জঙ্গি নিহত হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের মৃতদেহ এবং অস্ত্র উদ্ধার করা হয়নি। তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।" শনিবার সকাল সাড়ে আটটার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ত্রালের সাতোরা জঙ্গল এলাকায় তল্লাশী চালাচ্ছিল। এমন সময় তাদের দিকে লক্ষ্য করে লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মোহাম্মদ জঙ্গি দলের সদস্যরা গুলি ছুঁড়তে শুরু করে। সেনাসদস্যরা গুলির পাল্টা জবাব দেয়। এতে দুই জঙ্গি মারা গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস