রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিচ্ছেন না অং সান সু চি
প্রকাশ: ০১:০৯ pm ১৩-০৯-২০১৭ হালনাগাদ: ০১:১৩ pm ১৩-০৯-২০১৭
 
 
 


জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিচ্ছেন না শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি । সু চি'র পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন । বুধবার (১৩ সেপ্টেম্বর) সু চির মুখপাত্র এই তথ্য জানান। খবর এএফপির। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউ কিউ জেইয়ার জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় উপদেষ্টার অধিকতর মনোযোগ প্রয়োজন । তাই অধিবেশনে সুচি'র পরিবর্তে ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান মিয়ানমারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন । প্রতিনিধি দলে থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইউ থাউং টুনও ।   ২৪ আগস্ট রাখাইনে বেশ কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালায় বিদ্রোহী রোহিঙ্গারা । এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্যসহ নিহত ও অন্তত ৭০ জন আহত হন। এর পরই অভিযানে নামে দেশটির সেনাবাহিনী । তাদের নির্যাতন থেকে রক্ষা পেতে রাখাইন থেকে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত দিয়ে নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে থাকে । এ পর্যন্ত প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT