শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
জাতীয় লীগের প্রথম ম্যাচেই আশরাফুলের সেঞ্চুরি
প্রকাশ: ১০:৩০ pm ১৫-০৯-২০১৭ হালনাগাদ: ১০:৩৪ pm ১৫-০৯-২০১৭
 
 
 


চার বছর পরে ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের উদ্বোধনী দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। এটি লীগের প্রথম সেঞ্চুরিটিও বটে। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোর হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছে জাতীয় দলের প্রাক্তন এ অধিনায়ক।

ম্যাচে ১১৬ বলে হাফ সেঞ্চুরির দেখা পান আশরাফুল। ১০০ রান করতে খেলেছেন ১৭৮ বলে। সেঞ্চুরির পর  ইনিংসটিকে বড় করতে পারেননি আশরাফুল। স্কোরবোর্ডে আরও ৪ রান যোগ করেন তরুণ মেহেদী হাসান রানার বলে  ১৯৪ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০৪ রানের ইনিংসটি খেলে আশরাফুল।

চট্টগ্রামে ঢাকা মেট্রোকে আতিথ্য দেয় চট্টগ্রাম বিভাগ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। শুরুটা ভালো হয়নি তাদের। ৭৪ রানে হারায় টপ অর্ডারের চার ব্যাটসম্যানের উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন আশরাফুল। মেহরাব হোসেন জুনিয়রকে সঙ্গে নিয়ে ১৭৪ রানের জুটি গড়েন।

বিপিএলে ফিক্সিং কান্ডে জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও নিষিদ্ধ হয়েছিলেন আশরাফুল। নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর জাতীয় ক্রিকেট লিগ দিয়ে মাঠে ফিরেন তিনি। ঢাকা মেট্রোর হয়ে ভালো করতে পারেননি গত লিগে।৫ ম্যাচে ৬ ইনিংসে ২০.৫০ গড়ে মোট ১২৩ রান করেছিলেন। তবে এবার ১৯তম আসরের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়ে নিজের ফর্ম জানান দিলেন।

এবার শুরুটা দুর্দান্ত হল আশরাফুলের। মাঠে সেই পুরনো আশরাফুলকেই যেন দেখতে পেলেন সমর্থকরা। দেখা যাক জাতীয় লিগের শুরুর ফর্ম শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারেন কি না।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT