শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ৮ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
জামালউদ্দিন আহমেদ আজ চলে গেলেন ঘুমের দেশে
প্রকাশ: ০১:৫৪ pm ০৩-০৩-২০১৮ হালনাগাদ: ০১:৫৬ pm ০৩-০৩-২০১৮
 
 
 


আশিয়ান সিটির নাকে তেল দেওয়ার বিজ্ঞাপনটি নিশ্চয় মনে আছে সবার? কালো কোট-প্যান্ট পরে বয়স্ক এক ভদ্রলোক বোতল হাতে খুঁজে বেড়াচ্ছেন খাঁটি সরিষার তেল। অনেক খোঁজাখুঁজির মাধ্যমে প্রত্যাশিত খাঁটি সরিষার তেল পেয়েও গেলেন তিনি। তারপর তিনটি ছোট বোতলে সমান ভাগ করে কুরিয়ারে পাঠালেন লন্ডন, নিউ ইয়র্ক আর দুবাইতে তিন সন্তানের কাছে। ছেলেদের জন্য ঢাকায় তিনটি প্লট কিনে নাকে তেল দিয়ে ঘুমানোর জন্য পাঠানো ওই বিজ্ঞাপনটি সে সময় ব্যাপক জনপ্রিয় হয়েছিল। জনপ্রিয় হয়েছিল তার সংলাপ ‘নে বাবা, তোরা এখন নাকে তেল দিয়ে ঘুমা’। সেই তিনিই আজ চলে গেলেন ঘুমের দেশে।

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর এ বিজ্ঞাপন করে ব্যাপক জনপ্রিয় পেয়েছিলেন কাজী জামালউদ্দিন আহমেদ। প্রথম বিজ্ঞাপনের জন্যই পেয়েছিলেন মেরিল-প্রথম আলো পুরস্কার। শুক্রবার সন্ধ্যা সাতটায় মৃত্যু হয় প্রবীণ এ ব্যক্তির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

আজ শনিবার জোহরের নামাযের পর গুলশান কেন্দ্রীয় মসজিদে হবে তার প্রথম জানাজা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে জামালউদ্দিন আহমেদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে। সেখানেই পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে তাকে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT