একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক এমপি জামায়াত নেতা আবু সালেহ মুহম্মদ আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ৬ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।
আজিজ ছাড়া অন্য আসামিরা হলেন- মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)। তবে আসামিরা পলাতক রয়েছে।
এর সকাল থেকে ১৬৬ পৃষ্ঠার রায় পড়া শুরু করেন। বেলা পৌনে ১২টার দিকে সংক্ষিপ্ত রায় পড়া শেষ হয়। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের তিনটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে ছয় আসামির বিরুদ্ধে। অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়।
বিচারপতি মো: শাহীনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার (২১ নভেম্বর) রায়ের জন্য এ দিন ধার্য করেন।
গত ২৩ অক্টোবর উভয়পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখা হয়েছিল। গত বছর ২৮ জুন এই মামলায় তিনটি অভিযোগ আমলে নিয়ে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।
মামলায় পলাতক পাঁচ আসামি হলেন- জামায়াত নেতা আবদুল আজিজ, রুহুল আমিন, নাজমুল হুদা, আবু মুসলিম মোহাম্মদ আলী ও আবদুর রহিম মিঞা। এক আসামি মো: আবদুল লতিফ কারাগারে আছেন।