শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
জিম্বাবুয়ের সঙ্গে ১২ রানে হেরেছে হাথুরুসিংহের লঙ্কা দল
প্রকাশ: ০৯:০০ am ১৮-০১-২০১৮ হালনাগাদ: ০১:১৬ pm ১৮-০১-২০১৮
 
 
 


র‌্যাঙ্কিংয়ে প্রায় তলানিতে থাকা জিম্বাবুয়ের সঙ্গে ১২ রানে হেরেছে হাথুরুসিংহের লঙ্কা দল। বুধবার (১৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের শততম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। বিশ্বে মাত্র পাঁচটি স্টেডিয়ামে ১০০ ওয়ানডে হবার কীর্তি আছে। তবে দুঃখজনক হলেও সত্য শততম ম্যাচটিতে খেলতে পারেনি টাইগার বাহিনী। এদিন আফ্রিকার দেশটির দেয়া ২৯১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে ২৭৮ রানে অলআউট হয় অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। ওপেনার কুশল পেরারা বেশ ভালোভাবেই শুরু করেছিলেন। তবে দলীয় ৪৬ রানে ব্যক্তিগত ১১ রান করে ফেরেন উপল থারাঙ্গা। দলের দুই রান যোগ হতে ব্যক্তিগত রানের খাতা না খুলেই মাঠ ছাড়েন কুশল মেন্ডিস। দলীয় ১৩২ রানে ৮০ রানের চমৎকার একটি ইনিংস খেলে মাঠ ছাড়েন কুশল পেরারা। আর ৪২ রানে আউট হন অধিনায়ক ম্যাথুজ। অন্যদিকে কাইল জার্ভিসের বলে উইকেটকিপার ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ফিরে যান। ৩৪ রান করে বোল্ড হন তিনি। আসেলা গুনারত্নে ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফিরিয়ে দেন জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তবে চাপে থাকা দলকে কিছুটা উদ্ধার করেন থিসারা পেরারা। আকিলা ধনঞ্জয়াকে নিয়ে ৩৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন এই তারকা অলরাউন্ডার। দলীয় ২৬১ রানে ধনঞ্জয়াকে ফিরিয়ে দেন টেন্ডাই চাতারা। এতে ফের জমে ওঠে খেলা। তবে শেষ দিকে দুসমান্থা চামিরাকে আউট করেন এ পেসার। এতে ম্যাচ জিতে নেয় জিম্বুাবুয়ে। দলের হয়ে চাতারা চারটি, জারভিস ও ক্রেমার দুটি এবং সিকাকান্দার রাজা নেন একটি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২৯০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন সিকান্দার রাজা। আর ৭৩ রান করেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন গুনারত্নে। থিসারা পেরারা নেন দুটি এবং সুরাঙ্গা লাকমল নেন একটি উইকেট। ৮১ রান ও এক উইকে ও দুটি ক্যাচ নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT