তিন ম্যাচ শেষে দুই দলের ঘরেই জমা হয়েছে চারটি করে পয়েন্ট। আজ মুখোমুখি লড়াইয়ে জয় দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটানসের সামনে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ডায়নামাইটস।
এর আগে মুখোমুখি লড়াইয়ে খুলনার বিপক্ষে ৬৫ রানের জয় পেয়েছিল ঢাকা। আজ নিশ্চয়ই সেই হারের প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন খুলনার ক্রিকেটাররা।