শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে চট্টগ্রাম আবাহনী
প্রকাশ: ১১:০৮ am ২৩-১১-২০১৭ হালনাগাদ: ১১:১০ am ২৩-১১-২০১৭
 
 
 


বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরেকটু মজবুত করলো চট্টগ্রাম আবাহনী। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বিকেলের ম্যাচে গতবারের রানার্সআপ চট্টলার দলটি ২-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে। গোল করেছেন উদুকা এলিসন ও জাফর ইকবাল।

মধ্যম সারির দল বিজেএমসির বিরুদ্ধে প্রাধান্য বিস্তার করে খেলেই পূর্ণ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে চট্টলার দলটি। যদিও তাদের গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩১ মিনিট পর্যন্ত। জাহিদ হোসেনের ফ্রি-কিক থেকে হেডে গোল করে চট্টগ্রাম আবাহনীকে এগিয়ে দেন নাইজেরিয়ান উদুকা।

ইনজুরি সময়ে গোল করে ব্যবধান বাড়ান বদলি ফরোয়ার্ড জাফর ইকবাল। ৮৬ মিনিটে জাহিদ হোসেনের পরিবর্তে মাঠে নেমে দলের জয় সহজ করেন অনূর্ধ্ব-১৯ দলের এ ফরোয়ার্ড।

এ জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম আবাহনী। ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে শেখ জামাল। সমান ম্যাচে বিজেএমসির পয়েন্ট ১৬। তারা পড়ে থাকলো টেবিলের সপ্তম স্থানে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT