সেনাবাহিনীতে হিজড়াদের চাকরি দেয়া বন্ধ সংক্রান্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার বিরুদ্ধে মামলা করেছেন বর্তমানে দায়িত্বরত ৫ হিজড়া সেনা সদস্য। বুধবার (০৯ আগস্ট) ওয়াশিংটন ডিসির জেলা আদালতে হিজড়াদের পক্ষে দু'টি মানবাধিকার সংগঠন মামলাটি দায়ের করে। মামলার আর্জিতে বলা হয়, সেনাবাহিনী থেকে হিজড়াদের বের করে দেয়ার ট্রাম্পের এ প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক। পেন্টাগনে বিষয়টি নিয়ে আলোচনা না করেই এক টুইট বার্তায় হিজড়াদের সামরিক বাহিনী থেকে অপসারণের প্রস্তাব করেন ট্রাম্প।