বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ঢাকা পলিটেকনিকে পুলিশের শটগানের গুলিতে অন্তত ১০ জন ছাত্র গুলিবিদ্ধ
প্রকাশ: ০৯:৩৮ am ০৩-০১-২০১৮ হালনাগাদ: ০৩:৪৫ pm ০৩-০১-২০১৮
 
 
 


ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পুলিশের শটগানের গুলিতে অন্তত ১০ জন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে গুলিবিদ্ধ অবস্থায় ১০ ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের ছাত্র রাশেদ, মাজহারুল ইসলাম মানিক, এস এস শাহ জালাল, নাদিম, জাহিদুল ইসলাম, রনি ওরফে বাবু, আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রান্ত, বাসুদেব, বাবলু ও সাইফুল ইসলাম।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের জানা যায়, স্থানীয় বেগুনবাড়ি বস্তির কিছু লোক ইনস্টিটিউটের আশপাশে মাদক বিক্রি ও সেবন করে। এদের বাধা দিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং মারামারির ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থল ইনস্টিটিউটের লতিফ হলের সামনে এসে ছাত্রদের লক্ষ্য করে শটগানের গুলি চালায়। এতে অন্তত ৩০ জন ছাত্র আহত হয়। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, এদের হাতে পায়েসহ শরীরের বিভিন্ন জায়গায় শটগানের গুলি লেগেছে। তারা সবাই চিকিৎসাধীন রয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT