মোঃ জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি কলেজ প্রাঙ্গণ ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ ডা: আব্দুল হাই এর সভাপতিত্বে প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা: লিয়াকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ দপ্তরের বিভাগীয় উপ-পরিচালক কল্যাণ কুমার কোজদার, ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, কলেজ উপাধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক খাইরুল বাশার, প্রদিপ কুমার হালদার, আবু জাফর মোহাম্মদ ফেরদৌস, লিয়াকত আলী, আতোয়ার রহমান, আশরাফ আলী, আব্দুল জলিল, শাহীনুর রহমান, সুলতানা বেগম, জান্নাতুল নাইম, জিল¬ুর রহমান, শাহাদত হোসেন, হারিসুল আবিদ, তারেক মূসা, আবু সাঈদ, শরিফুজ্জামান, অমিত কুমার, ফোরকান আলী, ঈশিতা ঘোষ, শামসুন্নাহার, পল্লী বিদ্যুতের জিএম আলতাফ হোসেন, তুহিন উদ্দিন, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের নেতা তোফাজ্জেল হোসেন সোহাগসহ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের বক্তারা, জনসচেতনা বৃদ্ধিসহ বেশি বেশি পরিমান ডিম খাওয়ার আহ্বান জানান।