রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ ৬ই মাঘ ১৪৩১
Smoking
 
গাজিপুরে সোহাগ হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ
প্রকাশ: ০২:৪৩ pm ২৫-১০-২০১৭ হালনাগাদ: ০২:৪৭ pm ২৫-১০-২০১৭
 
 
 


গাজিপুরে কলেজছাত্র শাহাদৎ হোসেন সোহাগ হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে আদালত এ রায় দেন। সোহাগ গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে ছাত্র ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সেলিম, জহিরুল ইসলাম ঝন্টু, মো. জুয়েল, বাক্কা সুমন, আসাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মো. আরিফ, মো. হানিফ ও রিপন আহমেদ জুয়েল । এদের মধ্যে চারজন পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালে ৮ জানুয়ারি বিকেলে একটি পারিবারিক ঘটনা মীমাংসার জন্য কলেজছাত্র সোহাগকে মুঠোফোনে রাজবাড়ী মাঠে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয় লোকজন সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের বাবা সাদিকুজ্জামান মাইজভাণ্ডারী বাদী হয়ে একই দিনে নয়জনের নাম উল্লেখ করে জয়দবেপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দুপুরে আদালত এ রায় দেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT