বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৭ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ঢাবি অধিভুক্ত ৭ কলেজের স্নাতকোত্তর পরীক্ষার রুটিন ঘোষণা
প্রকাশ: ০৯:৩৭ am ১৪-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:৩৮ am ১৪-০৮-২০১৭
 
 
 


অবেশেষে নির্ধারিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজসহ ঐতিহ্যবাহী ৭টি সরকারি কলেজের বিভিন্ন পরীক্ষার সময়সূচি। সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে দুপুর দুইটা থেকে। আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। রোববার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ঢাবি অধিভুক্ত হওয়া এই সাতটি কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এমএ, এমএসএস, এমএসসি ও এমবিএস শেষ পর্ব (নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি জানতে নিজ নিজ কলেজে যোগাযোগ করতে হবে। আর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। কলেজের অধ্যক্ষদের মনোনীত প্রতিনিধির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। বেগম বদরুন্নেছা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ কেন্দ্রে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইডেন কলেজ কেন্দ্রে, ইডেন কলেজের শিক্ষার্থীরা বেগম বদরুন্নেছা কলেজ কেন্দ্রে, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বাঙলা কলেজ কেন্দ্রে ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা তিতুমীর কলেজ কেন্দ্রে পরীক্ষা দেবেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT