টেস্ট শেষে তামিম ইকবালকে স্থানীয় ডাক্তার দেখানো হয়। তারা চার সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। আর সেটা যদি মানা হয় তাহলে দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজও মিস করতে পারেন টাইগার এই ড্যাশিং ওপেনার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দেখা দিয়েছে তামিম ইকবালের ইনজুরি। একমাত্র প্রস্তুতি ম্যাচে বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তর। প্রথম টেস্টের ফিল্ডিংয়ের সময় আবারো সেখানেই ব্যথা পান দেশসেরা এই ওপেনার। এখন পর্যন্ত ধারনা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তামিমের। যদিও বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর টিম ম্যানেজমেন্ট মনে করছে ১০/১২ দিন ভালো মতো বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজটা খেলতে পারবেন তামিম।