শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
তিন উইকেটের জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস
প্রকাশ: ১০:৪৬ am ২৩-০৪-২০১৮ হালনাগাদ: ১১:০০ am ২৩-০৪-২০১৮
 
 
 


মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ মানেই যেন শেষ ওভারের নাটকীয়তা আর সেখানে তাদের পরাজয়। রোববার দিবাগত রাতে হয়েছিল আবারও সেই শেষ ওভারের নাটকের মঞ্চায়ন, আর তাতে হেরেছে মুস্তাফিজুর রহমানের দল। আইপিএলের লড়াইয়ে ঘরের মাঠে মুম্বাইয়ের বিপক্ষে শেষ ওভারে এসে তিন উইকেটের জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

জয়পুর স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করা মুম্বাইয়ের সংগ্রহ ছিল সাত উইকেট হারিয়ে ১৬৭ রান। জবাব দিতে নেমে রাজস্থান ম্যাচ জিতে নেয় দুই বল আর তিন উইকেট হাতে রেখেই।

রাজস্থানের ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা। সব মিলিয়ে চার ওভারে ৩৫ রান দিয়ে এক উইকেট শিকার করেন ফিজ। ওভার প্রতি মুস্তাফিজ রান দিয়েছেন ৮.৭৫ গড়ে।

নিজের প্রথম ওভারে ছয় রান দেন বাঁহাতি পেসার। ফের অষ্টম ওভারে দেখা মেলে কাটার মাস্টারের। ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের বিপক্ষে জোরাল এক আপিল করলেও উইকেট মেলেনি সে ওভারে, রান দিয়েছিলেন মাত্র পাঁচ। নিজের কোটার তৃতীয় ওভারটায় দিয়েছিলেন নয় রান। নিজের শেষ ওভারে এসে ফুরিয়েছিল মুস্তাফিজের উইকেটের অপেক্ষা। একদম প্রথম বলেই হেনরিখ ক্লাসেনকে বাংলাদেশি পেসার দিয়েছিলেন গোল্ডেন ডাকের স্বাদ। অবশ্য এক ছয় আর এক চারে সে ওভারে মোট ১৫ রান গুনে সাদামাটা পারফরম্যান্সেই মাঠ ছেড়েছেন মুস্তাফিজ।

 
 

আরও খবর

Daraz
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT