রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে ভারত
প্রকাশ: ১০:২৯ am ১২-০৬-২০১৭ হালনাগাদ: ১১:৪৫ am ১২-০৬-২০১৭
 
 
 


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। রোববার (১১ জুন) বিকেলে কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯২ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারে মাত্র ২ উেইকেট হারিয়ে ১৯৩ রান করে কাঙ্খিত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ৮ উইকেটে পরাজিত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়ে চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা। ভারতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ২৩ রানে দক্ষিণ আফ্রিকার পেসার মরনি মরকেলের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা। পরে শেখর ধাওয়ান ও বিরাট কোহলির ১৩৮ রানের জুটিতে জয়ের দ্বারপ্রান্তে এসে সর্বোচ্চ ৮৩ বলে ৭৮ রান করে ফিরে যান শেখর ধাওয়ান। এছাড়া বিরাট কোহলি ১০১ বলে ৭৬ রান ও যুবরাজ শিং ২৫ বলে ২৩ অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে হাশিম আমলা আর ডি ককের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৭৬ রান তুলে ভালো সূচনা করেছিলেন। প্লেসিস ও ডি ককও বড় সংগ্রহের ইঙ্গিতই দিচ্ছিলেন। দলীয় ১১৬ রানের মাথায প্লেসিস ফিরে যাওয়ার পর ভারতীয় বোলারদের দাপটে খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ ব্যাটিং স্তম্ভ। একের পর এক যোগ দের ফিরে যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির 'বি' গ্রুপের গুরুত্বপূর্ণ এ ম্যাচে নিজেদের চোকার্স নামের যথার্থতা প্রমাণ করেই ভারতের বিপক্ষে ৪৪.৩ ওভারে মাত্র ১৯১ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন ডি কক। এছাড়া প্লেসিস ৩৬ ও আমলা ৩৫ রান করেন। অন্যদিকে ভারতের পক্ষে ভূবনেশ্বর কুমার ও বুমরাহ ২টি করে এবং অাশ্বিণ, পান্ডে ও জাদেজা ১টি করে উইকেট নেন। এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার ও ইমরান তাহিরের মতো চৌকস খেলোয়াররা হয়েছেন রানআউট! উল্লেখ্য, সেমিফাইনালে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের মোকাবেলা করবে বাংলাদেশ। এ কারণে ক্রিকেট বিশ্বে চোকার এর পাশাপাশি সেমিফাইনালিস্ট দল হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকাকেই সেমিতে প্রতিপক্ষ হিসেবে চেয়েছিল বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। তবে আপাতত সে আশা গুড়ে বালি। আগামী ১৫ জুন বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এ ম্যাচের জয়ী দল ভারতের সঙ্গেই সেমিফাইনালে লড়বে বাংলাদেশ।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT