মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে জমিয়ে আড্ডা মেরেছিলেন ঋষি কাপুর। অন্তত দুইবার আড্ডা দেয়ার কথা স্বীকার করেছেন তিনি।
ঋষি তার প্রকাশিতব্য আত্মজীবনীতে এমনটাই লিখেছেন। তিনি দাবি করেন, দাউদ তার 'ফ্যান' ছিলেন। খবর আনন্দবাজার'র।
এই বলিউড অভিনেতা জানান, ১৯৮৮ আর '৮৯ সালে দাউদের সঙ্গে তার দেখা হয়। দুইবারই দেখা হয়েছিল দুবাইয়ে।
ঋষি কাপুর বলেন, 'প্রথম সাক্ষাতে আমাদের স্বাগত জানাতে এগিয়ে আসেন দাউদ। তারপর খুব সবিনয়ে বললেন- আমি আপনাদের চা খেতে ডেকেছি, কারণ আমি মদ খেতে বা তা কাউকে খাওয়াতে ভালবাসি না।'
তিনি বলেন, 'ওই সন্ধ্যায় আমরা চার ঘণ্টা ধরে দাউদের সঙ্গে বসে চা আর বিস্কুট খেয়েছিলাম। আর জমিয়ে আড্ডা মেরেছিলাম।'
ওই আড্ডায় দাউদ খোলামেলাভাবেই নাকি বলেছিলেন, 'আমি অনেক চুরিচামারি করেছি। কিন্তু কখনও কাউকে খুন করিনি। তবে খুন করিয়েছি আমার সাগরেদদের দিয়ে।'
ঋষি তার বইয়ে লিখেছেন, "দাউদ বলেছিলেন- আমার 'তাওয়েইফ' ছবিটি ভালো লেগেছে। ওই ছবিতে আমার রোলটার নাম ছিল দাউদ।'
এরপর আরও একবার দুবাইতেই দাউদের সঙ্গে দেখা হয়েছিল ঋষির। তখন তাকে জুতো কিনে দিতে চেয়েছিলেন দাউদ। তবে সেই প্রস্তাব ধন্যবাদের সঙ্গে ফিরিয়ে দেয়ার দাবি করেছেন এই বলিউড অভিনেতা।