শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
দুই বোনের প্রেমিক একজনই, দু’বোনের আত্মহত্যা
প্রকাশ: ০৩:৩০ pm ১৪-০২-২০১৮ হালনাগাদ: ০৩:৪৫ pm ১৪-০২-২০১৮
 
 
 


দুই বোনের প্রেমিক একজনই। এটা জানাজানি হয় মঙ্গলবার। আর এ লজ্জায় দুই বোন বিষপানে আত্মহত্যা করেছেন।

বুধবার রংপুর নগরীর মর্ডান শেখপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নগরীর মর্ডান শেখপাড়া এলাকার মেরাজুলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন একই এলাকার লুৎফর নাহার লতা ও সাদিয়া জান্নাত অর্নী।

মেরাজুল রংপুর মডেল কলেজের অনার্সের শিক্ষার্থী। আর লতা নগরীর নাজিরদিঘি উচ্চ বিদ্যালয় ও অর্নী দর্শনা স্কুলের নবম শ্রেণির ছাত্রী; সম্পর্কে তারা খালাতো বোন।

মঙ্গলবার সকালে পহেলা ফাগুন ও ভালবাসা দিবস উপলক্ষ্যে লতা ও অর্নী নানার বাড়ি মর্ডান শেখপাড়ায় বেড়াতে যান। তাদের উদ্দেশ্য প্রেমিকের সঙ্গে দিন দুটি পার করা।

কিন্তু দুই জনের প্রেমিক একজনই; বিষয়টি জানাজানি হওয়ায় মেরাজুলকে মারপিট করে লতা ও অর্নীর স্বজনরা।

এ ঘটনায় লতা ও অর্নী লজ্জায় চিরকুট লিখে বিষপান করেন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই বুধবার সকালে দুজনের মৃত্যু হয়।

রংপুর কোতয়ালী থানার ওসি বাবুল মিয়া জানান, কেউ অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেয়া হবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT