শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ ৫ই মাঘ ১৪৩১
Smoking
 
দুপুরে মুখোমুখি হচ্ছে চিটাগং-কুমিল্লা, আর সন্ধ্যায় সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস
প্রকাশ: ১২:৩৩ pm ০৭-১১-২০১৭ হালনাগাদ: ১২:৩৫ pm ০৭-১১-২০১৭
 
 
 


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (০৭ নভেম্বর) বেলা ২টায় তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হচ্ছে সৌম্য সরকারের চিটাগং ভাইকিংসের। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। একদিন বিরতি দিয়ে মঙ্গলবার ফের শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রতিদিনের মতো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এদিন। তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরুটা ভালো হয়নি। সিলেট সিক্সার্সের বিপক্ষে ৪ উইকেটের হার দেয় শুরু করতে হয়েছে তাদের মিশন। অবশ্য তামিম ইকবাল ইনজুরির কারণে ছিলেন না প্রথম ম্যাচে। এদিনও তার মাঠে নামা হচ্ছে না । তামিমের অবর্তমানে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন আফগান তারকা মোহাম্মদ নবী। তারকা বহুল দলটিতে রয়েছে অনেক ম্যাচ উইনার। মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, জস বাটলরদের মতো পারফর্মার রয়েছে দলটিতে। চিটাগংয়ের বিপক্ষে এম্যাচটি তাই ঘুরে দাঁড়ানোর উপলক্ষ্য হতেই পারে। অন্যদিকে সৌম্য সরকারদের চিটাগং ভাইকিংসের নেতৃত্বে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। বিদেশি তালিকা কুমিল্লার মতো সমৃদ্ধ নয় দলটি। লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরার মতো বিদেশিদের নিয়ে দল গড়েছে তারা। ভরসা তাদের দেশিরাই। দেশি তারকাদের মধ্য সৌম্য ছাড়াও রয়েছেন তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়ররা। এটিই হতেই যাচ্ছে চিটাগংয়ের প্রথম ম্যাচ। দেখার বিষয় হবে দলটি নিজেদের শুরু জয় দিয়ে করতে পারে কিনা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT