স্থানীয় প্রতিনিধিঃ আজ সকালে অনুমানিক ১০ টার দিকে দোহারের মালিকান্দা, মেঘুলায় একটি ২-৩ বছরের শিশু পাওয়া গেছে। স্থানীয় লোকজন শিশুটিকে পায়। শিশুটি তার নাম বা পরিবারের কারোর নাম বা ঠিকানা বলতে পারে না। বাবার নাম জিজ্ঞেস করলে বললে বাবা।
শিশুটি বর্তমানে কাজী কাউসার নামের এক স্থানীয়ের কাছে আছে। শিশুটিকে তার পরিবার যাতে ফেরত পায় তার জন্য নিন্ম ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন কাজী কাউসার।
ঠিকানাঃ মালিকান্দা, মেঘুলা, দোহার, ঢাকা
মোবাইল নাম্বারঃ 01916775045