নাইজেরিয়ার উত্তর-পূর্ব শহর মাইদুগুরিতে বোমা বিস্ফোরণে হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে নারীও রয়েছেন বলে জানা যায়। স্থানীয় সময় বুধবার সন্ধ্যার দিকে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বুধবারের বোমা বিস্ফোরণের ঘটনায় এখনো কোন গোষ্ঠী দায় স্বীকার না করলেও মাইদুগিরিতে এর আগে বহু হামলায় দেশটির জঙ্গি সংগঠন বোকো হারাম দায় স্বীকার করেছে। জঙ্গি সংগঠন বোকো হারাম দেশটিতে ইসলামী শাষনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ২০০৯ সাল থেকেই সহিংসতা চালিয়ে আসছে।