অনূর্ধ্ব ১৫ দলের নারী ফুটবলার সাবিনা ইয়াসমিন মারা গেছেন। জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তিনি মৃত্যু বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে হঠাৎ শারিরীক অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহের ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই নারী ফুটবলার। বুধবার (২৭ সেপ্টেম্বর) অনূর্ধ্ব ১৫ নারী ফুটবলারদের নিয়ে প্রথমিক ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিলো সাবিনার।