তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সমাবেশে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মেরিওট মারকুইজ হোটেলে এ ঘটনা ঘটে বলে বিবিসির খবরে বলা হয়েছে।
সমাবেশে এরদোয়ান বক্তব্য শুরু করলে বিক্ষোভকারীরা এতে বাধা দেয়ার চেষ্টা করেন। এক বিক্ষোভকারী চিৎকার করে বলতে থাকেন, 'তুমি সন্ত্রাসী। আমাদের দেশ থেকে বেরিয়ে যাও।'
এসময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের একজন মাইকেল ইসরাইলের ছবি সংবলিত টি-শার্ট পরে ছিলেন।
মাইকেল এক মার্কিন নাগরিক, যিনি কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটের স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সময় তুরস্কের বিমান হামলায় নিহত হন।
নিরাপত্তারক্ষী এবং সমাবেশে অংশ নেয়া এরদোয়ানের সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর চড়াও হন এবং তাদের মারধর করে সেখান থেকে বের করে দেন।
বিক্ষোভে অংশ নেয়া ৬ জনের মধ্যে একজনকে চিহ্নিত করা করেছে। মেগান বতিদি নামের ওই ব্যক্তি বলেন, তাদের লক্ষ্য ছিল তুরস্ক ও সিরিয়ায় কুর্দিদের ওপর আঙ্কারার যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সবার দৃষ্টিতে আনা।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে এরদোয়ান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।